Solution
Correct Answer: Option A
- পদ্মা নদীর অপর নাম কীর্তিনাশা।
- এ নদী যখন রাজা রাজবল্লভের ‘কীর্তি’ বা বিখ্যাত স্থাপনাগুলো গ্রাস করছিল তখন এর নাম হয় ‘কীর্তিনাশা’।
- হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী রাজশাহীর মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করেছে।
- এই নদীর প্রধান উপনদী মহানন্দা ও পুনর্ভবা।
- এর প্রধান শাখানদীগুলো হলো— গড়াই, বড়াল, আড়িয়াল খাঁ, কুমার, মাথাভাঙ্গা, ভৈরব ইত্যাদি।